অর্থনীতি

পণ্যের দাম বেঁধে দেয়াটা অযৌক্তিক-অর্থহীন : দোকান মালিক সমিতি

পণ্যের দাম বেঁধে দেয়াটা অযৌক্তিক-অর্থহীন : দোকান মালিক সমিতি
মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। এখন ২৯ পণ্যের দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা এ দামে বিক্রি করতে পারবো না। দাম বেঁধে দেওয়াটা অযৌক্তিক-অবাস্তব ও অর্থহীন। বললেন, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৯ মার্চ) দোকান মালিক সমিতির কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন বলেন,এখন ২৯ পণ্যের দর নির্ধারণ করে দেয়া হয়েছে। তাঁরা এ দামে এসব পণ্যগুলোকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বিক্রয়ের অনুরোধ জানান। একই সঙ্গে পণ্যগুলোর বিক্রিত লাভ দিয়ে কর্মকর্তারা বেতন নেবেন। হয় তাদের বেঁধে দেওয়া দামে কৃষি বিপণনকে বিক্রি করতে হবে,না হলে এ প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। সমিতির সভাপতি বলেন, ক্রেতার সন্তুষ্টিই বিক্রেতার কাম্য। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এ শ্রেণির ব্যবসায়ীরা পণ্যের দাম ভোক্তার নাগালের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নিকট তাঁরা ৭ দফা দাবি পেশ করেন।   ১. ২৯ পণ্যের মূল্যনির্ধারণ অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত। তাই এখনই প্রজ্ঞাপনটি স্থগিত করতে হাবে। অন্যথায় ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের উপায় থাকবে না। ২. বিভিন্ন পণ্যের আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে হবে। ৩. টিসিবির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রাথমিকভাবে পণ্য আমদানি করে বিপননের ব্যবস্থা করতে হবে। এতে বােঝা যাবে ব্যক্তি খাতের সঙ্গে সরকারি খাতের পার্থক্য কত। ৪. বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রনালয়ের অধীনে নিয়ে আসতে হবে। ৫. বাজারের চাহিদা অনুযায়ী পর্যান্ত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৬. ব্যবসায়ীদেরকে বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দিতে হবে। ৭. নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের ওপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ভ্যাট কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে। উল্লেখ্য, গত ১৫ মার্চ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে কৃষি বিপণন অধিদপ্তর।

এ সম্পর্কিত আরও পড়ুন পণ্যের | দাম | বেঁধে | দেয়াটা | অযৌক্তিকঅর্থহীন | | দোকান | মালিক | সমিতি