অর্থনীতি

চড়া সবজির বাজার, স্বস্তি নেই মুরগিতেও

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। মৌসুমের শেষ ভাগ, টানা বৃষ্টি আর সরবরাহ সংকট, সব মিলিয়ে প্রতিদিনই বাড়ছে দাম। সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলছে কাঁচা মরিচ। যা এখনও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকায়। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা।

শুক্রবার (১৮ জুলাই) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দামই চড়া। বেগুন, কাঁকরোল, বরবটি, করলা, কচুরলতি, ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। পটল ও জালি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, ঢেঁড়স ৪০ টাকা, আর শসার দাম ৮০ টাকা। এক পিস লাউ ৬০ টাকা, আলু কেজিতে ৩০ টাকা, কাঁচা কলা হালিতে ৪০ টাকা। 

তবে সবচেয়ে বেশি দামে রয়েছে কাঁচা মরিচ। বর্তমানে খুচরা বাজারে কেজি প্রতি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে মরিচ। অথচ দেড় সপ্তাহ আগে এই দাম ছিল ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। বাজারে ঘুরে দেখা গেছে, গেল সপ্তাহে দাম ৩০০ টাকায় উঠেছিল। তবে দাম কিছুটা কমলেও এখনও স্বস্তির পর্যায়ে আসেনি।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির ফলে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই বেড়ে গেছে মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আর সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩১০ টাকা। এক সপ্তাহ আগে ব্রয়লার ছিল ১৫০-১৬০ টাকা এবং সোনালি ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছিল।

ডিমের বাজার অবশ্য স্থির রয়েছে। ফার্মের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১২০-১২৫ টাকায়। তবে বাজারভেদে কিছু জায়গায় ৫-১০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজারদর #আজকের বাজারদর