দেশজুড়ে

সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদফতর সম্পাদক শেখ মো. এনামুল হক নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাবেক এমপির জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাবেক এমপি #সিরাজগঞ্জ-৩ #সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার