আন্তর্জাতিক

ভারতে পাহাড় ধ্বসে শিশুসহ নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের দার্জিলিং জেলার গোক এলাকায় ভয়াবহ পাহাড় ধ্বসে শিশুসহ দু'জন নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- যুবক প্রানীল লিম্বু (২৭) এবং সামান্থা (০৮)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রানীল লিম্বু পানির লাইনের কাজ করছিলেন এবং শিশু সামান্থা তাকে সাহায্য করছিল। ঠিক তখনই পাহাড়ের একটি বড় পাথর তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রানীল লিম্বু নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গেল মঙ্গলবার (১৫ জুলাই) থেকেই দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে। 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #দার্জিলিং জেলার গোক এলাকায় #ভারত #পাহাড় ধসে শিশুসহ দু’জন নিহত