ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে ঢাকা সিটি কলেজ। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে শতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে অংশ নিয়েছেন এইচএসসি ২৫ ও ২৬ ব্যাচের ছাত্রছাত্রীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রভাবশালী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় অধ্যক্ষ নিয়ামুল হক একক সিদ্ধান্তে কলেজ পরিচালনা করছেন। তার নেতৃত্বে কলেজ প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম বেড়েছে। তারা জানান, গেল ৮ জুলাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও ফি প্রদানসহ কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।
বিক্ষোভকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গেলো ৮ জুলাই শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে মেহেদী হাসান তানিম ও অপু নামে দুই শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পর থেকেই কলেজে আন্দোলন জোরালো হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একাধিকবার পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। তবে আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ধরনের লিখিত ব্যাখ্যা দেয়নি।
এমএ//