আর্কাইভ থেকে বাংলাদেশ

আসুন, দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা : প্রধানমন্ত্রী

আসুন, দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা : প্রধানমন্ত্রী

খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু হবে না। আমি বলবো আসুন, দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৫ জুন) মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ সেতু নির্মাণের সময় আমাদের অনেক ষড়যন্ত্র পোহাতে হয়েছে। আমি তখন সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম পদ্মা সেতু নিজের টাকায় করবো। তখন দেশের মানুষ সাড়া দিয়েছিলো।

তিনি বলেন, আজ দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। আমাদের স্বপ্নে পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম। আলহামদুলিল্লাহ।

প্রধানমন্ত্রী বলেন, আমি সর্ব প্রথম শ্রদ্ধা জানাই সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। যিনি আমাদেরকে দেশ দিয়েছেন। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি।

তিনি বলেন আমি ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলাম। খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছে।আবার ২০০৯ সালে ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজ শুর করি।

এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন শেষে জাজিরা প্রান্তে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেখানে মোনাজাতেও যোগ দেন তিনি।

মাঝ সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর ৩১টি বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এক মনোজ্ঞ ‘ফ্লাইং ডিসপ্লের’ উপভোগ করেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলসহ অন্যরা।

এর আগে মাওয়ায় সুধূ সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, অনেক যন্ত্রণা পোহাতে হয়েছে আমার ছেলে জয়, মেয়ে পুতুল, শেখ রেহানা, রেদোয়ান মুজিব, সাবেক যোগাযোগমমন্ত্রী আবুল হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি সহমর্মিতা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছি। জাতীয় তিন নেতার প্রতি শ্রদ্ধা জানাই। ৭৫এর ১৫ আগস্টের ঘাতকের বুলেটে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা পাড়ের মানুষ যার এ সেতু নির্মাণে নিজেদের জমি ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এ সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক এগিয়ে আসে। কিন্তু আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি…। বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ এন টাকা দেয়া বন্ধ করে দেয়। পরে কানাড়ার আদালতে প্রমাণিত হয়েছে, এতে কোনও দুর্নীতি হয়নি।

শেখ হাসিনা বলেন, আমি তখন সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম পদ্মা সেতু নিজের টাকায় করবো। তখন দেশের মানুষ সাড়া দিয়েছিলো। বাংলাদের জনগণই হচ্ছে আমার সাহসের জায়গা। আমি তাদের স্যালুট জানাই।

তিনি বলেন, ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। কিছুক্ষণের মধ্যেই বাংলার মানুষের গর্বের 'পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এ সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরার্শক, ঠিকাদার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শ্রমিক, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এ সম্পর্কিত আরও পড়ুন আসুন | দেখে | যান | পদ্মা | সেতু | নির্মাণ | হয়েছে | কিনা | | প্রধানমন্ত্রী