দেশজুড়ে

৬ টাকা কেজি বেগুন!

৬ টাকা কেজি বেগুন!
রমজান এলেই প্রতিবছর আগুন লাগে বেগুনের বাজারে। ব্যতিক্রম ছিলো না এবারও। সপ্তাহের শুরুতেও জাত ভেদে বেগুনের দাম ছিলো ৫০ থেকে ৮০ টাকা কেজি। তবে হঠাৎ করেই ধস নেমেছে বেগুনের দরে; আড়তে বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৬ টাকা কেজিতে। বুধবার (২০ মার্চ) বগুড়ার পাইকারি বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৬ টাকা থেকে ১৫ টাকা কেজিতে। তবে খুচরা বাজারে সাধারণ বিক্রেতারা ১৫ টাকা থেকে ২০ টাকা দরে বেগুন বিক্রি করছেন। বেগুন উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে ক্ষতির কবলে পড়েছে কৃষকরা বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, বিপুল পরিমাণ ফলনে বাজারে বেগুন সরবরাহ বেড়েছে; একই সঙ্গে ক্রেতাদের মধ্যে চাহিদাও কমে গেছে। এ ছাড়া মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে বৈরী আবহাওয়ায় বাজার প্রায় ক্রেতা শূন্য হওয়ায় বিপাকে ব্যবসায়ী ও কৃষক। আড়তদাররা জানান, রমজানে মানুষের সবজি খাওয়ার প্রবণতা কম। এ কারণে চাহিদা কমে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৬ | টাকা | কেজি | বেগুন