আমদানি-রপ্তানি

৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার

৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার
বেসরকারি পর্যায়ে ৩০ প্রতিষ্ঠানকে প্রায় ৮৩ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, বেসরকারিভাবে ৪৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৪ হাজার মেট্রিক টন আতপ চালের আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানিকৃত চাল ২৫ এপ্রিলের মধ্যে বাজারজাতকরণের জন্য শর্ত বেঁধে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এই চাল বস্তায় বিক্রি করতে হবে। তাছাড়া আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দেয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৮৩ | হাজার | মেট্রিক | টন | চাল | আমদানির | অনুমতি | দিয়েছে | সরকার