খেলাধুলা

বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নিলো অজিরা

বাংলাদেশকে হারিয়ে সিরিজে লিড নিলো অজিরা
বাংলাদেশ নারী দলকে ১১৮ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে লিড নিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। প্রথমবারের মত দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সফরকারীদের বিপক্ষে টসে জিতে টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত  নেয়ার পর বল হাতে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন বোলাররা। কিন্তু অ্যানাবেল সাদারল্যান্ডের দুর্দান্ত এক ফিফটির পর শেষ ওভারে অ্যালানা কিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৫ রানেই অল আউট হয়েছে বাঘিনীরা। অস্ট্রেলিয়ার দেয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মেগান শুটের শিকার হয়ে সাজঘরে ফিরেন ফারজানা হক। এরপর দলীয় ২১ রানেই মুর্শিদা খাতুনও আউট হন অ্যাশলি গার্ডনারের বলে। শুরুতেই দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক জ্যোতি। তৃতীয় উইকেটে সুবহানা মস্তারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জ্যোতি। দুজন মিলে অজি বোলারদের দেখেশুনে খেলে গড়েন ৪৯ রানের জুটি। ফলে ১৭.২ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৭০ রান। তবে অ্যালানা কিংয়ের বলে বোল্ড হয়ে মুস্তারি ফিরলে ভাঙে এ জুটি। এরপর কেউই আর দলের হাল ধরতে পারেননি। এর আগে বোলিংয়ে সুলতানা ও নাহিদা দুটি করে উইকেট শিকার করেন। মারুফা, ফাহিমা ও স্বর্না নেন ১ টি করে উইকেট। অজিদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন গার্ডনার। ৩১ বলে ৪৬ রান এবং ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন অ্যালানা কিং।    

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশকে | হারিয়ে | সিরিজে | লিড | নিলো | অজিরা