দেশজুড়ে

প্রতিবেশী গৃহবধূকে মারধর করায় কারাগারে ইউপি চেয়ারম্যান

প্রতিবেশী গৃহবধূকে মারধর করায় কারাগারে ইউপি চেয়ারম্যান
টাঙ্গাইলে প্রতিবেশী গৃহবধূকে মারধর করায় সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তার জামিন আবেদন নামঞ্জুর করেছে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে  সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট নওরীন করিম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. তানবীর আহম্মেদ বলেন, গৃহবধূকে মারধর মামলায় দুপুরে চেয়ারম্যান নুরে আলম মুক্তা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয়রা জানান, সম্প্রতি চেয়ারম্যানের মেয়ে ও ভুক্তভোগী নারীর মেয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের স্ত্রী বিদ্যালয়ে গিয়ে ওই নারীর মেয়েকে গালিগালাজ করেন। এ ঘটনার বিচার চাইতে গিয়ে চেয়ারম্যানের মারধরের শিকার হন ওই নারী। গত দুই মার্চ ওই নারীকে মারধরের ঘটনা ঘটলে তাঁর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। উল্লেখ্য, ভুক্তভোগী নারী ও চেয়ারম্যান সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতিবেশী | গৃহবধূকে | মারধর | করায় | কারাগারে | ইউপি | চেয়ারম্যান