দেশজুড়ে

মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইটভাটার কাজে ব্যবহারের জন্য জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বিএনপি নেতার নাম বীরু মোল্লা।

নিহতের ছেলে রাজিব ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগের দিন ১৬ ডিসেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোর করে বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেন।

পরদিন সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানতে বীরু মোল্লা তাদের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করেন।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসনিম তমান্না স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, “আমাদের দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এটি কোনো দলীয় বিরোধ নয়, বরং ব্যক্তিগত বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে।”

ওসি মমিনুজ্জামান জানান, “বীরু মোল্লা নামে একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন—এমন তথ্য পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ঈশ্বরদী #হত্যা #গুলি করে হত্যা