দেশজুড়ে

প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ আর নেই

গণফোরাম পটুয়াখালী জেলা কমিটির সাবেক সভাপতি ও পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল আজিজ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪-৩০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজের জানাজা আগামীকাল ১৮ ডিসেম্বর সকাল ১০টায় পটুয়াখালীর লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আমতলীতে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

কমরেড আব্দুল আজিজ ১৯৪০ সালে ১৪ আগস্ট বর্তমান বরগুনা জেলার আমতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন থেকে স্কুল জীবন থেকেট ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 

১৯৬১-৬২ শিক্ষাবর্ষে বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। 

১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্র সংসদে ছাত্র ইউনিয়ন থেকে সদস্য পদে জয়ী হন। স্বাধীনতার পূর্বে ঢাকায় সেন্ট্রাল ল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। 

ছাত্র রাজনীতি শেষে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং ১৯৭৩ থেকে ১৯৯৩ পর্যন্ত দীর্ঘ দিন জেলার সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি গণফোরামে যোগ দেন এবং জেলা সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। 

তিনি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির দুই বারের সম্পাদক ও দুই বার সভাপতি ছিলেন। 

কমরেড আব্দুল আজিজ ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক ছিলেন। তার এক ছেলে আইনজীবী এবং আর এক ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী।

 

এমএ//আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গণফোরাম #পটুয়াখালী #অ্যাডভোকেট আব্দুল আজিজ