আর্কাইভ থেকে বাংলাদেশ

পদ্মা সেতুতে প্রথম দিনেই টোল আদায় ২ কোটিরও বেশি

পদ্মা সেতুতে প্রথম দিনেই টোল আদায় ২ কোটিরও বেশি

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই দিন জনসাধারণের জন্য খোলে দেয়া হয়নি সেতু।

রোববার (২৬ জুন) ভোর থেকেই সব ধরনের যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে পদ্মা সেতু। এরপর থেকে অনেকেই বাইক ও প্রাইভেটকার নিয়ে সেতু পার হচ্ছেন। সেই সঙ্গে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে সেতু দিয়ে।

প্রথম দিনেই পদ্মা সেতুতে যান চলাচল করে ৫১ হাজার ৩১৬টি। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।  রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই হিসাব।  এ তথ্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক)।

পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, এ সেতু দিয়ে দিনে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় প্রথম দিন পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলেছে। প্রথম দিনের যানবাহনের বড় অংশই মোটরসাইকেল। অবশ্য আজ সকাল ছয়টা থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে।

বাসেকের তথ্য অনুসারে, প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এপথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | সেতুতে | প্রথম | দিনেই | টোল | আদায় | ২ | কোটিরও | বেশি