আর্কাইভ থেকে বাংলাদেশ

রুশদের হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত

রুশদের হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মাইকোলাইভে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (২৭ জুন) আলজাজিরার দেয়া লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়। ।

প্রতিরক্ষার মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা। রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দেয়া হয়েছে।

সোমবার (২৭ জুন) স্থানীয় সময় বিকেলে ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক হতাহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হয়। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালায়। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন রুশদের | হামলায় | ৪০ | ইউক্রেনীয় | সেনা | নিহত