পাঞ্জাবের এক সেনানিবাসে একজন সেনা জওয়ান তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছে। জানিয়েছে স্থানীয় পুলিশ।
গেলো সোমবার (২৭ জুন) ভোররাতে পাঠানকোট জেলার মিরথাল সেনানিবাসে এ ঘটনা ঘটে।
পুলিশ থেকে জানা যায়, অভিযুক্ত ওই জওয়ানের বয়স ২২ বছর। ওই ব্যক্তি চার বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের দুই হাবিলদারের ওপর গুলি চালায়। এই ঘটনার পরেই নিজের সার্ভিস অস্ত্র রেখে ওই জায়াগা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনার তদন্ত করে বোঝার চেষ্টা করা হচ্ছে ওই সিপাহী কেন এই ঘটনা ঘটিয়েছেন।
পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নায়েক পদমর্যাদার এক সেনাকর্মী জানিয়েছেন, ঘুমের মধ্যে গুলির আওয়াজ পান।
অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এবং উস্ত্র আইনে মামলা করা হয়েছে।