ধর্ম

মুসল্লিদের ছবি-ভিডিওতে ব্যস্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন কাবার ইমাম

মুসল্লিদের ছবি-ভিডিওতে  ব্যস্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন কাবার ইমাম
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এসব মুসল্লিদের অনেকে মক্কা-মদিনায় ছবি ও ভিডিও করে সময় নষ্ট করেন। এ বিষয়টি নিয়ে বিরক্ত হয়েছেন কাবাব ইমাম আব্দুলরহমান আল সুদাইস। সম্প্রতি তিনি  মুসল্লিদের ছবি ও ভিডিও করতে ব্যস্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, “সময় এবং ইসলামের পবিত্রস্থানগুলোকে মূল্য দিন।” এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত এর সংবাদ মাধ্যম দ্যা গালফ নিউজ। বাইরে থেকে মক্কা ও মদিনায় যেসব মুসল্লি আসেন তারা চান এ মুহূর্তটিকে চিরস্মরণীয় করে রাখতে। এ কারণে অনেকেই মোবাইল ফোনে নিজের ছবি তোলেন এবং আশপাশের ভিডিও করে রাখেন। কিন্তু পবিত্র স্থানে সেলফি ব্যস্ততা ইবাদতের উদ্দেশ্যের পরিপন্থী। এ থেকে বিরত থাকা উচিত। গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। এরপর থেকে গত ১৩ দিনে কাবা শরিফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ৭৫ লাখ মুসল্লি। অপরদিকে একই সময়ের মধ্যে মসজিদে নববিতে গিয়েছিলেন ১ কোটি মুসল্লি। উল্লেখ্য, মানুষের ভিড় বেশি থাকায় এবারের রমজানে একজন ব্যক্তিকে শুধুমাত্র একবারই ওমরা করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ভিড় সামলাতে অন্যান্য আরও ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মুসল্লিদের | ছবিভিডিওতে | | ব্যস্ত | হওয়ার | পরামর্শ | দিয়েছেন | কাবার | ইমাম