দেশজুড়ে

এবার মানিকগঞ্জের কাঠপট্টিতে ভয়াবহ আগুন

এবার মানিকগঞ্জের কাঠপট্টিতে ভয়াবহ আগুন
এবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় কাঠপট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। আজ সোমবার (২৫ মার্চ) ভোর ৪টায় এ আগুনের সূত্রপাত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। রাশেদ বিন খালিদ বলেন, মানিকগঞ্জে দুই জায়গায় আগুন লেগেছে। এরমধ্যে রোববার (২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় আগুন লাগে। এছাড়া ভোরের দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুন লাগে। সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করছেন। আগুনে প্রায় ২০টির মতো দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট। এর মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দুইটার দিকে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগে রোববার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দীর সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বৃষ্টি নামলে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন #এবার #মানিকগঞ্জের #কাঠপট্টিতে #ভয়াবহ #আগুন