আর্কাইভ থেকে বাংলাদেশ

শিক্ষক হত্যা: ৫ দিনের রিমান্ডে জিতুর বাবা

শিক্ষক হত্যা: ৫ দিনের রিমান্ডে জিতুর বাবা

দশম শ্রেণির ছাত্রের স্টাম্পের আঘাতে আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালতে। এর আগে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

বুধবার (২৯ জুন) বিকেল ৪টার কিছু পর আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড  মঞ্জুর করেন। 

মঙ্গলবার (২৯ জুন) রাতে কুষ্টিয়া থেকে অভিযুক্ত জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে আটক করে পুলিশ। পরে একই দিন রাতেই তাকে আশুলিয়া থানায় আনা হয়। এ সময় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যাকাণ্ডের ঘটনার পর পরিবারসহ গা ঢাকা দিয়েছিলেন উজ্জ্বল হাজী।

জানা গেছে, গেলো ২৫ জুন দুপুরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পরে গত ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল কুমার সরকার।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষক | হত্যা | ৫ | দিনের | রিমান্ডে | জিতুর | বাবা