আন্তর্জাতিক

বোরখা- আবায়ার ছেড়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

বোরখা- আবায়ার ছেড়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগী পাঠাচ্ছে সৌদি আরব।  ইসলামিক দেশ হিসেবে এটি প্রথমবার। নিজেদের রক্ষণশীল ট্যাগ বাদ দিয়ে কোনও সুন্দরীকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাঠাতে চলেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের হয়ে অংশ নেবেন  মিস সৌদি আরব রুমি আলকাহতানি। গত ২৫ মার্চ  মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়।  এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন এই তরুণী। কারণ, এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেননি। ২০২৩ সালে এল সালভাদরে অনুষ্ঠিত ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেয় পাকিস্তান। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি বলেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। পোস্টের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন। ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার কথা ইতিহাসের পাতায় উজ্জ্বল বর্ণে লেখা থাকবে।  কারণ মিস ইউনিভার্সের মঞ্চে এই প্রথমবার সৌদি আরবের  কোনো সুন্দরীকে দেখা যাবে ছোট পোশাকে।  সাতারের পোশাকের প্রতিযোগিতার সময় বুরকিনির পরিবর্তে পরতে পারেন ব্রা-বিকিনি।  বোরখা- আবায়ার ছেড়ে বিকিনিতে র‌্যাম্প ওয়াক করতে দেখা যাবে মিস সৌদি আরবকে। ধর্মীয় গোঁড়ামির কারণেই গত ৭২ বছর ধরে মিস ইউভার্স প্রতিযোগিতায় নেই কোনো সৌদি প্রতিনিধি। তবে ধীরে ধীরে নিজেদের গোঁড়ামি থেকে বেরিয়ে আসছে দেশটি। বর্তমান ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমান আল সৌদের অধীনেই সৌদি আরবের শরীর থেকে খুলছে রক্ষণশীলতার পোশাক। সৌদি যুবরাজকে পুরো মুখে দাড়ি, ঐতিহ্যবাহী পোশাক এবং স্যান্ডেল পরিহিত অবস্থায় দেখা গেলেও নানাবিধ সংস্কার এনেছেন তিনিই। সৌদি আরবের এই পরিবর্তন গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে। গাড়ি চালানো,নারী-পুরুষের যৌথ ইভেন্টে যোগদান, পুরুষ অভিভাবক ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন, বিদেশি পুরুষ বিয়ে করাসহ সৌদি নারীরা যেসব অধিকার ভোগ করছেন-তার সবই সম্ভব হয়েছে প্রিন্স সালমানের কারণে। তার সবশেষ সাহসিক সিদ্ধান্ত-বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি তরুনীকে হাজির করানো। মিস সৌদিআরব কে এই রুমি আলকহতানি? অত্যন্ত রক্ষণশীল সৌদি আরবে নারীদের নানা বিধিনিষেধ মেনে চলতে হয়। তার মাঝেই সব বিধিনিষেধ ভাঙার সহস দেখিয়েছেন ২৭ বছরের এই তরুনী। সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন রুমি আলকাহতানি।  মিস ইউনিভার্সের মঞ্চে হাঁটতে চলেছেন রিয়াদে জন্ম নেওয়া এই সুন্দরী। পেশায় মডেল রুমি অনলাইন ইনফ্লুয়েন্সর হিসেবেও বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে। এবারই প্রথম নয়, এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন। মিস সৌদি আরবের মুকুট পরার পাশাপাশি মিস মিডল ইস্ট, মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১ এবং মিস ওমেনের খেতাবও জিতেছেন রুমি আলকাহতানি।

এ সম্পর্কিত আরও পড়ুন বোরখা | আবায়ার | ছেড়ে | মিস | ইউনিভার্স | প্রতিযোগিতায় | সৌদি | সুন্দরী