ক্রিকেট

ভক্তদের হাস্যরস চাপে ফেলে লিটনকে

ভক্তদের হাস্যরস চাপে ফেলে লিটনকে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই শূন্য রানে আউট হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য মেরে আউট হন লিটন। ফল সরূপ তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়েন তিনি। নির্বাচকেরা সাদা বলের ক্রিকেট থেকে লিটনকে দূরে রাখলেও ফিরিয়ে আনে টেস্টে। সংস্করণ বদলে গেলেও বদলায়নি লিটনের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ফের মেরেছেন গোল্ডেন ডাক। মাঠে দুঃসময়ের চক্রে ঘুরপাক খাওয়া লিটনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার চোখ ফেললেই দেখা মেলে নানা হাস্যরসের। মাঠে সময়টা ভালো না কাটায় ক্রিকেট সমর্থকদের করা এমন হাস্যরস আরও চাপে ফেলে লিটনকে। ক্রিকেট ভক্তরা যদি লিটনকে একটু ছাড় দেয়, তাঁকে একজন মানুষ করে, তাহলে লিটনও পারবেন তার খারাপ সময় পার করতে। লিটন দাসকে নিয়ে এমনটি মন্তব্য করেছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। সিরিজের শেষ টেস্টে দলের সঙ্গে নেই টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করা পোথাস ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটনকে নিয়ে জানালেন এমনটিই। ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ। আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফলই দেখাবে’ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় টেস্টে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভক্তদের | হাস্যরস | চাপে | ফেলে | লিটনকে