আর্কাইভ থেকে ক্রিকেট

এক ওভারে ৩৫ রান, টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহর

এক ওভারে ৩৫ রান, টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহর

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান এডজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলেন বুমরাহ। এরমধ্যে বুমরাহর অবদান ছিলো ২৯ রান। বাকী ৬ রান ছিলো অতিরিক্ত। এক ওভারে সর্বোচ্চ ও ব্যাটার হিসেবেও এক ওভারে সর্বোচ্চ রানের মালিক এখন বুমরাহ। 
 
ভারতীয়  ইনিংসের ৮৩তম ওভারে স্ট্রাইক পান এ ম্যাচের অধিনায়ক বুমরাহ। ব্রডের প্রথম ডেলিভারিতে চার মারেন বুমরাহ। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি থেকে ৫ রান আসে। পরের ডেলিভারিতে নো-বলে ছক্কা মারেন বুমরাহ। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি বাউন্ডারি মারেন । পঞ্চম বলে আবারও ছক্কা হাঁকান বুমরাহ। আর ওভারের শেষ বলে ১ রান নেন তিনি। শেষ পর্যন্ত  ঐ ওভার থেকে আসে ৩৫ রান। যার সুবাদে  টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহকারী  হিসেবে  বিশ^ রেকর্ড হিসেবে নিজের নাম তুলেন বুমরাহ।

এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ওভারটি ছিলো এমন- ৪,৬,৬,৪,৪,৪)। আজ বুমরাহ নিলেন ২৯ রান।

বিশ^ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের ক্ষেত্রে দুর্ভাগা বোলার ব্রড। টি-টোয়েন্টিতেও ব্রডের এক ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়ে বিশ^ রেকর্ড গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ^কাপে ডারবানে ব্রডের এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ।

তবে ওয়ানডেতে এক ওভারে ৩৬ রান দেয়ার বিশ্ব রেকর্ডের তালিকায় বোলার হিসেবে ব্রডের নাম নেই। তাই টেস্ট ও টি-টোয়েন্টিতে এক ওভার সর্বোচ্চ রান দেয়া বোলার হিসেবে লজ্জার বিশ^ রেকর্ডে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে ব্রডের।

বুমরাহর বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৪১৬ রান করেছে ভারত। উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্থ ১৪৬ ও রবীন্দ্র জাদেজা ১০৪ রান করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | ওভারে | ৩৫ | রান | টেস্টে | বিশ্ব | রেকর্ড | গড়লেন | বুমরাহর