বাংলাদেশ

অনুমোদনহীন তেল ও ঘি বিক্রি করায় বিএসটিআইয়ের জরিমানা

অনুমোদনহীন তেল ও ঘি বিক্রি করায় বিএসটিআইয়ের জরিমানা
রাজধানীর পূর্ব নাখালপাড়ায় অনুমোদন ছাড়া তেল ও ঘি বিক্রির অপরাধে মাহতাব এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই)। রোববার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁও   এলাকায় বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে বলে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য মোড়কজাতকরনের নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই সরিষার তেল ও ঘি বিক্রি করায়।  বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত মাহতাব এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা  জরিমানা  করে। এসময়ে উক্ত প্রতিষ্ঠানটিকে সরিষার তেল ও ঘি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শও প্রদান করা হয়। এছাড়া নাখালপাড়া বাজারের বিভিন্ন স্টোর ও মুরগি বাজারে অভিযান চালিয়ে ওজন মেশিন পরীক্ষা করে সংস্থাটি। এসময় এসব যন্ত্রের সঠিকতা পায় সংস্থাটি। অভিযান চলাকালে জাকির জেনারেল স্টোরে অস্বাস্থ্যকর ও খোলা লাচ্ছা সেমাই বিক্রয় করায়।  সেমাই জব্দ ও ধ্বংস করা হয়। জব্দকৃত সেমাই ধ্বংস করে বিএসটিআই প্রসঙ্গত, জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ সম্পর্কিত আরও পড়ুন অনুমোদনহীন | তেল | ও | ঘি | বিক্রি | করায় | বিএসটিআইয়ের | জরিমানা