দেশজুড়ে

আগরতলায় সার্ভারে ত্রুটি, ভোগান্তিতে পাসপোর্টধারী যাত্রীরা

আগরতলায় সার্ভারে ত্রুটি, ভোগান্তিতে পাসপোর্টধারী যাত্রীরা
ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ভারত ও বাংলাদেশে ভ্রমণরত কয়েক শতাধিক যাত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সার্ভার ডাউনের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে আমাদেরকে তাদের সার্ভার ডাউনের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, তাদের সেন্ট্রাল সার্ভার ডাউন। সার্ভার সচল না হওয়া পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন থেকে যেন কোনো যাত্রীর ইমিগ্রেশন না করা হয়। সার্ভার সচল হলে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন শুরু হবে বলেও জানান তিনি। এ দিকে চলতি বছরের শুরু থেকে আখাউড়া-আগরতলা চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণকারী পাসপোর্টধারীদের ইমিগ্রেশন কার্যক্রম ধীরগতিতে চলছে বলে স্বীকার করেছেন আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, সার্ভার পরিবর্তন করে নতুন সার্ভার স্থাপন করা হলেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। উল্লেখ্য, স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন আগরতলায় | সার্ভারে | ত্রুটি | ভোগান্তিতে | পাসপোর্টধারী | যাত্রীরা