খেলাধুলা

শেষ দিনে প্রয়োজন ২৪৩ রান , বাংলাদেশের হাতে ৩ উইকেট

শেষ দিনে প্রয়োজন ২৪৩ রান , বাংলাদেশের হাতে ৩ উইকেট
চট্টগ্রাম টেস্টের আজ চতুর্থ দিন শেষ।  শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহে ২৬৮ রান এসেছে, ৭ উইকেট হারিয়ে, ৬৭ ওভার খেলে। জিততে এখনো ২৪৩ রান প্রয়োজন বাংলাদেশের। হাতে আছে এখনো এক দিন। বাংলাদেশ দল আজ ২০০ রান ছুঁয়েছে ৫৩.১ ওভারে। এই দুইশো পেরোনোর আগে লিটন দাস ও সাকিব আল হাসানের উইকেট হারিয়েছে তারা। এই দুই ব্যাটার ধৈর্য ধরে অনেকক্ষণ ব্যাটিং চালিয়ে গেছেন। গড়ে তোলেন ৬১ রানের জুটি। তার আগে মমিনুল হকের সাথেও সাকিবের জুটি ছিল। আজ মধ্যাহ্ন বিরতির আগে ৫১১ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বিরতির ঠিক পরপর প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৭ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। জয় ফেরার কিছু সময় পর বিদায় নেন জাকির হাসান। দুজনে যথাক্রমে ২৪ ও ১৯ রান করেন। মমিনুলের সাথে ভালোই খেলছিলেন নাজমুল হাসান শান্ত। তবে লাহিরু কুমারার একটি ডেলিভারি খুব একটা বুঝতে পারলেন না বোধহয়। অফ স্ট্যাম্পের কানায় লেগে ২০ রানে ফিরতে হয় শান্তকে।  মমিনুলের ব্যাটে আসে ফিফটি। ৫৬ বলে ৫০ করে বিদায় নেন এই ব্যাটার। হাল ধরেছিলেন সাকিব ও লিটন। আজ যতটা পারা যায় ব্যবধান কমিয়ে আনার প্রচেষ্টা ছিল দুজনের মধ্যে। দলীয় ১৯৩ ও ১৯৭ রানে সাকিব ও লিটন দুজনেই ফেরেন। কামিন্দু মেন্ডিসের আউটসাইড অফ ডেলিভারিতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব। ব্যাটে আসে ৩৬ টি রান। অন্যদিকে লাহিরুর শট বল পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন লিটন, ক্যাচ হয়ে ফেরেন ৩৮ রানে। দুই বাউন্ডারিতে ৩৪ বলে ১৫ রান করা শাহাদাত হোসেন দিপুও বিদায় নিয়েছেন কামিন্দুর শিকার হয়ে। মেহেদী হাসান মিরাজের সাথে যোগ দেন তাইজুল ইসলাম। দিন শেষ করেন মিরাজ ও দিপু মিলে। মিরাজ ৪৪ রানে, তাইজুল ১০ রানে অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন শেষ | দিনে | প্রয়োজন | ২৪৩ | রান | | বাংলাদেশের | হাতে | ৩ | উইকেট