আর্কাইভ থেকে বাংলাদেশ

ভেষজ সম্প্রসারণে গ্রামীণ ভেষজ চিকিৎসকদের সমাবেশ অনুষ্ঠিত

ভেষজ সম্প্রসারণে গ্রামীণ ভেষজ চিকিৎসকদের সমাবেশ অনুষ্ঠিত

ওষুধী গাছের গুনাগুন সম্পর্কে ধারনা প্রদান ও বিলুপ্ত ভেষজ সম্প্রসারণে গ্রামীণ ভেষজ চিকিৎসকদের এক সমাবেশ সোমবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাশির মন্ডলহাটে অনুষ্ঠিত হয়।

বোদা উপজেলা আয়ুর্বেদ সংঘ এই গ্রামীণ ভেষজ চিকিৎসক সমাবেশে আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা।

এসময় বোদা উপজেলা আয়ুর্বেদ সংঘের উপদেষ্টা ও বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আয়ূর্বেদ  চিকিৎসা সম্পর্কে ধারনা প্রদান করেন বোদা উপজেলা আয়ূর্বেদ সংঘের সভাপতি কবিরাজ মো.শওকত আলী।

সমাবেশে অন্যানের  বোদা উপজেলা আয়ূর্বেদ সংঘের সাধারণ সম্পাদক হকিকুল ইসলাম, কবিরাজ রঞ্জন কুমার দেব,শাহিবুর রহমান মানিক,মোহাম্মদ আলী নাজমুল হক,সুলতান আলী,বেলাল হোসেন,ধজিবুল ইসলাম.চন্ডি প্রসাদ বর্মন,সাইফুজ্জামান খোকন.সৈয়দ আলী.মোয়াজ্জেম হোসেন,কুলেশ চন্দ্র বর্মন ও আওয়ামী লীগ নেতা উদয় কুমার ঘোষ। ভেষজ চিকিৎসক সমাবেশে পঞ্চগড়,ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার তিনশত জন গ্রামীণ ভেষজ চিকিৎসক অংশ নেয়। পরে বিভিন্ন বন জঙ্গলে ওষধী গাছ চিহিৃত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ভেষজ | সম্প্রসারণে | গ্রামীণ | ভেষজ | চিকিৎসকদের | সমাবেশ | অনুষ্ঠিত