আর্কাইভ থেকে বাংলাদেশ

সাকিব ভালো খেললেও, হারতে হলো বাংলাদেশকে

সাকিব ভালো খেললেও, হারতে হলো বাংলাদেশকে

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশা ছিল টাইগাররা ভালো করে দেখাবে। কিন্তু তা হলো না, রীতিমত অসহায় আত্মসমর্পণ টাইগারদের। ক্যারিবীয়দের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৮ রানে থামে সফরকারীদের ইনিংস। এতে ৩৫ রানে হারতে হয় মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর।

ম্যাচটা আদতে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংসের ১৪ ওভার পার হতেই। শেষ ৬ ওভারে টাইগারদের দরকার পড়ে ১০০ রান।

৪৫ বলে ফিফটি পূরণ করার পরই সাকিব খোলস পাল্টে ফেলেন। চার-ছক্কায় টি-টোয়েন্টির ব্যাটিং প্রদর্শনী দেখান।

৫২ বলে ৫ চার আর ৩ ছক্কায় শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তবে ততক্ষণে হার নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৩৫ রানে।

টস জিতে আগে ব্যাট করতে নামা উইন্ডিজকে তাদের ১৫তম ওভার পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ। সে সময় ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের রান ছিল ১১৯। এরপর ব্যাট হাতে ধ্বংসলীলা চালান রোভম্যান পাওয়েল। মাত্র ২০ বলে ফিফটি পূরণ করে ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।

এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই প্রভিডেন্স স্টেডিয়ামে। বাংলাদেশের তাই সিরিজ বাঁচানোর সুযোগ আছে এখনও।

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | ভালো | খেললেও | হারতে | হলো | বাংলাদেশকে