ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না স্টোকস

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না স্টোকস
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। জুনে শুরু হওয়া এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখলেন বেন স্টোকস। ইংল্যান্ড স্কোয়াডে যাকে তাকে বিবেচনা করা না হয়, এজন্য আগেই জানিয়ে দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ অংশ নিতে চান না এই অলরাউন্ডার। বিশ্বকাপ ফাইনাল ও ইংল্যান্ড- এই দুইয়ের সাথে স্টোকসের নাম জড়িয়ে থাকে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মরণ করলে দেখা যায়, সেখানে ফিফটি রান আসে স্টোকসের ব্যাটে। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে শিরোপা নিশ্চিত করে ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনাল ম্যাচের পর, স্টোকস শুধু দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত বছর ছিল ম্যাচ দুইটি। এই ইংলিশ অলরাউন্ডার মনে করছেন, বিশ্বকাপ না খেললে- তিনি আরো ভালোভাবে অলরাউন্ডিং পারফরম্যান্সের উপযুক্ত হয়ে ফিরে আসবেন। তিনি যেভাবে চান, ঠিক সেভাবেই। এর আগে ২০২২ সালের গ্রীষ্মে ওডিআই ক্রিকেট থেকে অবসরে যান স্টোকস। তবে আবারও ফিরে আসেন গত বছরের ওডিআই বিশ্বকাপ সামনে রেখে। তার হাঁটুর চোটের কথা পুরোনো। সেই চোট নিয়ে ভুগে বোলিং করার ক্ষেত্রে অপরাগতা দেখিয়েছেন বারবার। দলের শুধু ব্যাটিংয়ের দায়িত্বটুকু পালন করার চেষ্টা করে গেছেন। তিনি আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে আছেন। চলতি আইপিএল থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে প্রাপ্ত বিবৃতিতে স্টোকস বলেন, “আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং অলরাউন্ডার হিসেবে আমার ফিটনেস ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছি, যাতে সব সংস্করণে এই দায়িত্ব ঠিকঠাক পালন করে যেতে পারি।“ "আইপিএল ও বিশ্বকাপ থেকে আমার সরে যাওয়া, আশা করছি আমি যে ধরনের অলরাউন্ডার হতে চাই ভবিষ্যতে- তা হতে আমাকে সাহায্য করবে।" গত ৩ বছরে বিশ্বকাপের বাইরে মাত্র ৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন স্টোকস।

এ সম্পর্কিত আরও পড়ুন টিটোয়েন্টি | বিশ্বকাপ | খেলছেন | স্টোকস