ক্রিকেট

বাংলাদেশ ছুটছে ১৫৬ রানের লক্ষ্যে

বাংলাদেশ ছুটছে ১৫৬ রানের লক্ষ্যে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।  টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। যেখানে অ্যালিসা হিলির ৪৫ এবং তাহিলা ম্যাকগ্রা’র ৪৩ রান সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৭ রানে অবস্থান করছে বাংলাদেশ। দুই ওপেনার হিলি ও বেথ মুনি ঝুঁকি ছাড়া ব্যাটিং শুরু করে। দলীয় ৩৯ রানে ঘটে প্রথম উইকেটের পতন ঘটে। মুনিকে ফিরতে হয় ১০ রানে। তিন নম্বরে নামে এলিস পেরি।  পেরির আগেই হিলি ফিরে যান ২৯ বলে ৪৫ রান করে। পেরির ব্যাটেও আসেনি রান।  এই ব্যাটারকে ফিরতে হয়েছে নাহিদা আক্তারের শিকার হয়ে, মাত্র ৮ রান করে। ব্যাটাররা খুব বেশি থিতু হয়ে উঠতে পারছিলেন না। অ্যাশলে গার্ডনার ১৬ রান যোগ করে বিদায় নিলেন নাহিদার শিকার হয়ে। তবে তাহিলার ইনিংসের উপর এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়া। শেষ ওভার পর্যন্ত গ্রেস হ্যারিস তাহিলাকে সমর্থন দিতে থাকেন। হ্যারিস ফিরেছেন ১১ বলে ১৯ রান করে। তাহিলা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৯ বলে ৪৩ রানে। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার সর্বোচ্চ ৩ টি উইকেট সংগ্রহ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ছুটছে | ১৫৬ | রানের | লক্ষ্যে