জাতীয়

ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে সাতটি ওভারপাস যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়া একটি রেল ওভারপাস ও দুটি সেতুও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ওভারপাস ও সেতুগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত করেন। এসময় সেতুমন্ত্রী বলেন, ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনগণের জন্য ঈদ উপহার হিসেবে এসব উন্মুক্ত করা হলো। ঢাকায় অস্বাভাবিক যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে। বান্দরবানের রুমা ও থানচিতে আলাদা তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনা  প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।    

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদে | ঘরমুখী | যাত্রীদের | জন্য | প্রধানমন্ত্রীর | ঈদ | উপহার