ক্রিকেট

একাই ৭ উইকেট নিলেন রনি, গাজী টায়ার্স অলআউট ৪০ রানে

একাই ৭ উইকেট নিলেন রনি, গাজী টায়ার্স অলআউট ৪০ রানে
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে একাই ৭ উইকেট নিয়েছেন মোহামেডানের আবু হায়দার রনি। সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে বাঁহাতি এই পেসার বোলিং তোপে ৪০ রানে অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার লিগে ২০ রান খরচ করে ৭ উইকেট নেওয়া এক ইনিংসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। সেই সাথে ৪০ রানের বিপরীতে ব্যাট করতে নেমে মাত্র ৬.২ ওভারে ৯ উইকেটের জয় পেয়েছে মোহামেডান। বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড।      

এ সম্পর্কিত আরও পড়ুন একাই | ৭ | উইকেট | নিলেন | রনি | গাজী | টায়ার্স | অলআউট | ৪০ | রানে