দেশজুড়ে

আইসক্রিম খেতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভাসল ভাই-বোনের মরদেহ

আইসক্রিম খেতে গিয়ে নিখোঁজ, পুকুরে ভাসল ভাই-বোনের মরদেহ
যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত দুই শিশু হলো- সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের সন্তান। শহিদুল ইসলাম পেশায় স্কুলশিক্ষক। তিনি যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম টুকু এবং স্কুল শিক্ষক মতিয়ার রহমান জানান, একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামের ছেলে ও মেয়ে সাবিদ ও সামিয়া শনিবার সকালে বাবার কাছে আবদার করে আইসক্রিম খাওয়ার। শহিদুল ইসলাম বাজার থেকে দুপুর ১২ টার দিকে দুটি আইসক্রিম কিনে ছেলে-মেয়ের হাতে দিয়ে বাড়ির উঠানে বসে গরুর খর কাটছিলেন। এ সময় সাবিদ এবং সামিয়া আইসক্রিম খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে যায়। কিন্তু দুপুর দুইটা বেজে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। সাবিদ এবং সামিয়াকে উদ্ধার করে স্থানীয় বাজারের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। অকালে দুই সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।    

এ সম্পর্কিত আরও পড়ুন আইসক্রিম | খেতে | গিয়ে | নিখোঁজ | পুকুরে | ভাসল | ভাইবোনের | মরদেহ