আর্কাইভ থেকে জাতীয়

হোম অফিসের চিন্তা করা হচ্ছে : প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

হোম অফিসের চিন্তা করা হচ্ছে : প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সময় কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় করার বিষয়ে আলোচনা হয়েছে। সপ্তাহে একদিন হোম অফিস (বাসায় বসে অফিসের কাজ করার) করার বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হতে পারে। জানালেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে সারা দেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা প্রসঙ্গে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. তৌফিক বলেন, এতে উৎপাদন বজায় থাকবে। অপর দিকে করোনা বাড়ছে। এতে আমরা নিরাপদ থাকতে পারবো।

তিনি বলেন, আমরা এখন যেভাবে বিদ্যুৎ সাশ্রয় করছি, সেভাবে যদি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চালিয়ে নিতে পারি, তাহলে অনেকটাই ঘাটতি মেটাতে পারব।

 

এ সম্পর্কিত আরও পড়ুন হোম | অফিসের | চিন্তা | করা | হচ্ছে | | প্রধানমন্ত্রীর | জ্বালানি | উপদেষ্টা