আর্কাইভ থেকে বাংলাদেশ

চোখে-নখে ঝকঝকে!

চোখে-নখে ঝকঝকে!

মেকআপের পর নিখুঁত সুন্দর দেখাতে চোখের মেক-আপ ঠিকঠাক হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ঠিকঠাক নেলপলিশ বাছা। তা না হলে কিন্তু পুরো সাজটাই মাটি হয়ে যেতে পারে! এ দু’টো বিষয় নিয়েই রইল কিছু টিপস-

ছিমছাম হালকা শেডের পোশাক পরলে চোখের সাজ হওয়া উচিত গর্জিয়াস। কালো, ধূসর  কিংবা বাদামি আইশ্যাডো বেছে নিতে পারেন। আইলাইনার দিয়ে আপার আইলাইন এঁকে নিন। মাঝামাঝি জায়গাটা একটু বেশি গাঢ় করে আঁকবেন। নীচের পাতায় আই পেন্সিল ব্যবহার করতে পারেন, সহজেই স্মাজ করে স্মোকি লুক পেয়ে যাবেন। শেষে ঘন করে মাস্কারা লাগিয়ে নিন। কালো বা ধূসর রঙের পোশাক পরলে স্টিল গ্রে আইশ্যাডো ব্যবহার করতে পারেন। বাদামি বা কালো মাস্কারা লাগান। ফর্মাল পোশাকের সঙ্গে লাইট মেক-আপ করুন।

পোশাক যদি হালকা শেডের হয় বাদামি বা চকলেট শেডের নেলপলিশ লাগালে বেশ ভালো লাগবে। গাঢ় রঙের পোশাকের সঙ্গে নিউট্রাল শেড ট্রাই করুন। গায়ের রঙ চাপা হলে গাঢ় ম্যাট ফিনিশের নেলপলিশ মানিয়ে যাবে সহজেই। পিঙ্ক বা পার্পলের মতো শেডও ব্যবহার করতে পারেন। আর এক্সপেরিমেন্ট পছন্দ না হলে ভরসা রাখুন ন্যাচারাল শেডের নেলপলিশেই।

এসি