বিনোদন

নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ তামান্না!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডে ঝকঝকে উপস্থিতি ও জনপ্রিয় আইটেম গানের জন্য পরিচিত তামান্না ভাটিয়া। এবার নিজের শরীর ও সৌন্দর্যবোধ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি তার শরীরের প্রতিটি অংশকে আলাদা করে ধন্যবাদ জানান।

তামান্না বলেন, আমি কাজ শেষে গোসলের সময় আমার শরীরকে ছুঁয়ে কৃতজ্ঞতা জানাই।

অনেকে এটা অদ্ভুত ভাবতে পারেন, কিন্তু আমি জানি প্রতিদিন সে কত কিছু সহ্য করে আমার জন্য।

সৌন্দর্যবোধ নিয়ে নিজের আগের ধারণার কথাও অকপটে জানান এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, ছোটবেলায় মনে হতো, সুন্দর মানেই চিকন শরীর। কিন্তু এখন বুঝি সৌন্দর্য কোনও নির্দিষ্ট শরীরের গড়নে বাঁধা নয়। নিজের প্রতি সম্মান এবং ভালোবাসা ওজনের ওপর নির্ভর করে না।

মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী থাকাই আসল সৌন্দর্য। শরীর যেমনই হোক না কেন সেটা আমার, আর সেটাকে সম্মান জানানো আমার দায়িত্ব। 

উল্লেখ্য, ‘সিকান্দার কা মুকাদ্দার’ সিনেমায় অভিনয় করেছেন তামান্না। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত চিন্তাভাবনা প্রকাশ করেও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তামান্না ভাটিয়া #আইটেম