বিনোদন

ভিডিওতে নেটিজেনদের ট্রলের মুখোমুখি নুসরাত

বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান মাঝে মাঝে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। বিশেষ করে মেকআপ ছাড়া ছবি বা ভিডিও পোস্ট করলে নেটিজেনদের ট্রলের লক্ষ্যবস্তু হয়ে পড়েন তিনি। সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করেন নায়িকা, যেখানে মা-ছেলের দুষ্টুমির মুহূর্ত দর্শকদের নজর কাড়লেও নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষে পড়তে হয় তাকে।

ভিডিওতে দেখা যায়, সদ্য ঘুম থেকে ওঠা নুসরাত কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল এবং সাদা টি-শার্টে রয়েছেন। স্বাভাবিকভাবেই মেকআপ নেই। ভিডিওতে ছেলে ঈশান মায়ের চুল ও মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালাচ্ছে। নুসরাত বলেন, “আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো?” তবে ঈশানের কাণ্ডে তার কথার কোনও প্রভাব পড়েনি। আবারও সে গাড়ি চালাতে থাকে, এবং এর ফলে নায়িকার চুল নষ্ট হয়।

ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনরা কটাক্ষ শুরু করেন। একজন লিখেছেন, “করণ জোহারের ফিমেল ভার্সন।” আরেকজন মন্তব্য করেছেন, “সার্জারি করে চেহারা এত বিশ্রী করা হলো কেন?” আরেকজন লিখেছেন, “রাজকুমারি কোকো ভার্সন, চেহারা কি করছে রে।”

এক সূত্র জানায়, নুসরাত জাহান তার ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন। এই পরিবর্তনের কারণে তাকে প্রায়ই ট্রলের মুখোমুখি হতে হয়। এর আগেও নায়িকার ঠোঁট নিয়ে কটাক্ষ করা হয়েছে।

উল্লেখ্য, নুসরাত জাহান ‘রক্তবীজ ২’ সিনেমায় আইটেম গানের মাধ্যমে বড়পর্দায় ফিরছেন। ইতোমধ্যে তার গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না’ ভাইরাল হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত জাহান