বিনোদন

শেখ হাসিনার চরিত্র নিয়ে বানানো হচ্ছে রক্তবীজ-২ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক

২০২৩ সালের হিট সিনেমা ‘রক্তবীজ ’-এর সাফল্যের পর ওপার বাংলার খ্যাতনামা নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি ফিরে আসছেন এক নতুন কিস্তি নিয়ে, ‘রক্তবীজ ২’। টিজারে উঠে এসেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতা, সীমান্ত সমস্যার পরিপ্রেক্ষিতে উগ্র সন্ত্রাসের উত্থান এবং কূটনৈতিক সংঘর্ষ।

টিজারের একটি সংলাপ, "যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস" । পুরো সিনেমার মূল থিমকে তুলে ধরে  ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই টিজারে সীমান্ত, কূটনীতি এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের ধারণাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

রক্তবীজ-২ এর গল্প ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের ছায়ায় তৈরি। ভিক্টর ব্যানার্জি অভিনয় করেছেন প্রণব মুখার্জি চরিত্রে। আর শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। টিজারে দেখা যায় নড়াইলের ভদ্রবিলা গ্রামে প্রণবের শ্বশুরবাড়ি সফরের ঐতিহ্যবাহী দৃশ্য।

মূল চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। কিন্তু নতুন সংযোজন হিসেবে অভিনয় করেছে অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়।  অঙ্কুশকে খলনায়ক হিসেবে দেখা যাবে। যার একটাই মন্ত্র "মানুষের থেকে মকসদ বড়!"

ছবিতে একটি আইটেম গানও আছে। এতে নাচবেন নুসরাত জাহান। পশ্চিম অভিনেতা-অভিনেত্রী  শিবু-নন্দিতা জুটি আবারও নতুন ইতিহাস গড়তে আসছেন এবং রক্তবীজ-২ এ। ছবিট মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজায়। 

ছবিটির টিজার প্রশংসিত হচ্ছে নেটিজেনদের কাছে। বন্ধু অঙ্কুশের অভিনয়ে মুগ্ধ হয়ে শুভেচ্ছা হয়েছেন টালিউডের সুপারস্টার দেব। সংশ্লিষ্ট সবাই ধারণা করছে রক্তবীজ-২ এবার বক্স অফিসে রেকর্ড গড়বে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #রক্তবীজ ২ #নন্দিতা রায় #শিবপ্রসাদ মুখার্জি #শেখ হাসিনা