ঈদুল আজহার ছুটির শেষ দিনে ঢাকায় ফেরা মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলছে গাড়ি। শনিবার (১৪ জুন) সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে এই যানজটের সৃষ্টি হয়।
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত থেকেই ঢাকাগামী লেনে যানবাহনের ধীরগতি ছিল। শনিবার ভোর থেকে তা বাড়তে বাড়তে তীব্র যানজটে রূপ নেয়। কোথাও থেমে থেমে, আবার কোথাও একেবারে স্থবির হয়ে পড়ে যান চলাচল।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কে গণপরিবহনের সংকট থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছে।
বাসটার্মিনালগুলো যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। মহাসড়ক ব্যবহারকারীরা বলছে, ১ ঘণ্টার সড়ক যেতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা। এতে ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
এমএ//