ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটানায় অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমান। উড্ডয়নের কিছুসময় পরেই মেঘানিনগর এলাকায় বিএজে মেডিকেল কলেজের আবাসিক কোয়ার্টারে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে।
বিমানটিতে মোট ২৪২ জন আরোহীর মধ্যে ছিলেন- ২৩০ যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই দুর্ঘটনায় কেবল একজন যাত্রী বেঁচে গেছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। নিহতদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।
বিমানটির পাইলট উড্ডয়নের পরপরই ‘মেডে’ সংকেত পাঠিয়েছিলেন, যা পূর্ণ সংকটের ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে, বিমানটির বার্ড হিট (পাখির ধাক্কা) বা ফ্ল্যাপ/ইঞ্জিন কন্ট্রোলে ত্রুটির কারণে দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে।
এমএ//