আর্কাইভ থেকে বাংলাদেশ

বাসের বক্সে মারা গেলো ১৮ ছাগল

বাসের বক্সে মারা গেলো ১৮ ছাগল

সাভার আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্বাসরোধ ও অতিরিক্ত গরমের কারণে ১৮টি ছাগলের মৃত্যু হয়েছে। পরে মৃত ছাগলগুলো আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে ফেলে যান পাইকার।

আজ শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে ওই সড়কে মৃত অবস্থায় ছাগলগুলো দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, গেলো বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস যানজটের কারণে ধীরগতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বাইপাইল এলাকার আমেরিকা প্লাজার সামনে এসে দাঁড়ায়। বাস থেকে কয়েকজন লোক নেমে বক্সের ভেতর থেকে মৃত অবস্থায় ১৮টি ছাগল বের করেন। এসময় ছাগলগুলোর মালিক কান্নায় ভেঙে পড়েন।

মালিক বলছেন, কোরবানির পশুর হাটে বিক্রির জন্য বাসের বক্সে করে ২০টি ছাগল ঢাকায় নেয়া হচ্ছিল। ১৮টি ছাগল মারা গেছে। দুটি কোনোরকম বেঁচে আছে। সেগুলোকে পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন বাসের | বক্সে | মারা | গেলো | ১৮ | ছাগল