দেশজুড়ে

ঈদের নতুন জামা কিনতে নানীর সাথে ভিক্ষা করছে মেহেদী

ঈদের নতুন জামা কিনতে নানীর সাথে ভিক্ষা করছে মেহেদী
একদিন পরেই ঈদ। অথচ ঈদের নতুন জামা পায়নি আট বছর বয়সী মেহেদী। ঈদের জামার জন্য তাই নানির সাথে আড়তে মাছ ভিক্ষা করে সেই মাছ বিক্রি করছে ছোট্ট মেহেদী। বাগেরহাট সদরের বারাকপুরের ঘটনা এটি। জীবিকার তাগিদে মেহেদীর বাবা বেশ কয়েক বছর আগে পিরোজপুর জেলা থেকে বাগেরহাটের মোংলা বন্দরে আসে।  সেখানে জাহাজে শ্রমিকের কাজ শুরু করেন। কাজ করতে গিয়ে মারা যান পশুর নদীতে। আর মেহেদীর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে। মেহেদীর নানি রহিমা খাতুন (৬০) গণমাধ্যমকে বলেন, মেয়ে রত্না বেগম (৩০) মানুষের বাসা বাড়িতে কাজ করে। আমি মাছের আড়তে ভিক্ষা করি। এই দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে। নাতি মেহেদী বলেছিল এই ঈদে নতুন জামা কাপড় কেনার জন্য। আমি বললাম আমাদের ঘর ভাড়া বাকি চার মাসের। তোমাকে কিভাবে আবার ঈদে জামা কাপড় দেবো। তখন নাতি মেহেদী বলল, নানি আমিও তোমার সঙ্গে যাব মাছের আড়তে। এরপর যে টাকা পাবো সেটা দিয়েই জামা কাপড় কিনবো। আর এভাবেই দুই সপ্তাহ ধরে নানির সঙ্গে মাছের আড়তে মাছ এবং টাকা ভিক্ষা করছে মেহেদী।    

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | নতুন | জামা | কিনতে | নানীর | সাথে | ভিক্ষা | করছে | মেহেদী