বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির দুটি গাড়িতে হামলার পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে মাদকের অভয়ারণ্য হিসেবে খ্যাতি পাওয়া রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদির পারভেজ জানান, তাদের রাতের টিমের একটি গাড়ি কারওয়ান বাজার হয়ে হাতিরঝিল যাচ্ছিল। পথে তারা কারওয়ান বাজার রেলক্রসিংয়ে দাঁড়ায়। এসময় ছিনতাইকারীরা এসে গাড়িটি ঘিরে ধরে। পাশাপাশি তারা হামলা চালায়। হামলার পর গাড়িতে থাকা তিনজনের নগদ টাকা ও পরিবারের জন্য কেনা ঈদের নতুন পোশাক নিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে একাত্তর টিভির রিপোর্টার ইশতিয়াক ইমন ক্যামেরাম্যানসহ ঘটনাস্থলে গেলে তার উপরেও হামলা চালায় তারা।
ছিনতাই ও ছিনতাইকারীদের হামলার শিকার রিপোর্টার ইশতিয়াক ইমন বলেন, তিনি নাইট ডিউটিতে থাকায় ছিনতাইয়ের খবর পেয়ে ক্যামেরাম্যানসহ ঘটনাস্থলে যান। এসময় ছিনতাইকারীরা সংঘবদ্ধভাবে তাদেরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে ক্যামেরাম্যান খোরশেদ আলমকে জিম্মি করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় উপর্যুপরি কিল-ঘুসি মেরে তাকে জখম করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনাস্থল উল্লেখ করে ঘটনার বিবরণ দিয়ে খবর দেয়া হলেও ডিএমপির তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ তাদের এলাকা নয় বলে দায় এড়িয়ে গেছে।
বুধবার (১০ এপ্রিল) রিপোর্টার ইশতিয়াক ইমনের সঙ্গে যোগাযোগ করে বায়ান্ন টিভি। তিনি জানান, আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে কোন থানায় মামলায় নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দিবেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।