আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্ধারিত দামে চামড়া কিনছে না ট্যানারি মালিক ও আড়তদাররা

নির্ধারিত দামে চামড়া কিনছে না ট্যানারি মালিক ও আড়তদাররা

সরকার দাম নির্ধারণ করে দেয়ার পরও ট্যানারী মালিক ও আড়ৎদাররা সে দামে  কোরবানীর পশুর চামড়া কিনছে না। এমন অভিযোগ করেছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করে আড়ৎদাররা বলছেন, বেশি দাম আদায় করতেই এমন অভিযোগ করছেন মৌসুমী ব্যবসায়ীরা।

রোববার (১০ জুলাই) দুপুর থেকেই রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরী এলাকা দেখা গেছে  রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে জড়ো হয়েছেন মোসূমী চামড়া ব্যাবসায়ীরা।  

সেখানে চামড়া কিনতে ভীড় করছেন বিভিন্ন ট্যানারি মালিকদের প্রতিনিধিরা। তবে

কাঙ্খিত দাম না পেয়ে হতাশ মৌসূমী চামড়া ব্যাবসয়ীরা। তাদের অভিযোগ ট্যানারী মালিকরা কৌশল করে চামড়া কম দামে কিনতে চাচ্ছেন।

এমন অভিযোগ অস্বীকার করে ট্যানারী মালিকদের প্রতিনিধিরা বলছেন চামড়ার মান অনুযায়ী ন্যায্য দামেই চামড়া কেনা হচ্ছে।

তবে এবছর ঢাকা থেকে ২ লাখ চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারী ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্ধারিত | দামে | চামড়া | কিনছে | ট্যানারি | মালিক | ও | আড়তদাররা