জাতীয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৬ জনের একজন মারা গেছেন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৬ জনের একজন মারা গেছেন
রাজধানীর পশ্চিম ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে মোছা. মেহেরুন্নেছা (৬৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। এ ঘটনায় দগ্ধ অন্য পাঁচজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মেহেরুননেছার মেয়ে সূর্য বানু (৪০), মেয়ের স্বামী মো. লিটন (৫২) এবং লিটন ও সূর্য বানুর তিন সন্তান লিজা (১৮), সুজন (৮) ও লামিয়া (৭)। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে ভাসানটেকের একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়। এলাকাবাসী জানান, মশার কয়েল জ্বালাতে গেলে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের ছয়জন দগ্ধ হন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ, লিটনের ৬৭ শতাংশ. লামিয়ায় ৫৫ শতাংশ, মেহরুন্নেসার ৪৭ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও লিজার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গ্যাস | সিলিন্ডার | বিস্ফোরণ | দগ্ধ | ৬ | জনের | একজন | মারা | গেছেন