জাতীয়

আবারও মিয়ানমারের ৯ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

আবারও মিয়ানমারের  ৯ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে চলমান সংঘাতের কারণে  কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও ৯ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। এসব সেনাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (১৪ এপ্রিল) সকালে হোয়াইক্যং সীমান্তের খারাংখালি সীমান্ত দিয়ে ৩ জন ও ঝিমংখালি সীমান্ত দিয়ে ৬ জন প্রবেশ করেছে  বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী। অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, সকালে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর ৯ জন সদস্য মিয়ানমার থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশের টেকনাফের হোয়াইক্যং খারাংখালি ও ঝিমংখালি সীমান্তে ঢুকেছে। পরে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে, তাদের হেফাজতে নেন। স্থানীয়রা জানান, বিজিপি সদস্যদের অস্ত্র জমা নিয়ে তাঁদের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত কয়েকজন বিজিপি সদস্যকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও চলমান সংঘাতের জেরে গত ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বান্দরবান ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তিন শতাধিক  সামরিক ও বেসামরিক সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | মিয়ানমারের | | ৯ | বিজিপি | সদস্য | আশ্রয় | নিলো | বাংলাদেশে