ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর

বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর
আগামী জুন-জুলাইয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।  বৈশ্বিক এই আসরে বাংলাদেশ দলকে নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ জানালেন  টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার (১৬ এপ্রিল) গুলশানে একটি অনুষ্ঠানে এ কথা বলেন শান্ত।  সমর্থকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, ‘প্রতি বছর দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চায়।’ টাইগারদের অধিনায়ক আরও বলেন, , ‘যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা দিতে পারি। প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। এবার বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | নিয়ে | বেশি | প্রত্যাশা | রাখার | অনুরোধ | শান্তর