আন্তর্জাতিক

পার্লামেন্টে ক্ষমতাসীন-বিরোধী দলের এমপির হাতাহাতি, কিল-ঘুষি

পার্লামেন্টে ক্ষমতাসীন-বিরোধী দলের এমপির হাতাহাতি, কিল-ঘুষি
পার্লামেন্টে ফরেন এজেন্ট বিষয়ক একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা চলছিলো। এসময় আলোচনা করছিলেন সরকারদলীয় এক সংসদ সদস্য। তবে কথা বলার সময়ই তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন। একপর্যায়ে বিরোধী দলের এমপিরা তার দিকে তেড়ে যান। এ সময় তাকে কিলঘুষিও দেন এক সংসদ সদস্য। সোমবার(১৫ এপ্রিল) জর্জিয়ার পার্লামেন্টে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে। পার্লামেন্টে বিল নিয়ে আলোচনার জেরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হওয়ার একপর্যায়ে  তা হাতাহাতিতে রূপ নেয়। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফরেন এজেন্ট বিল নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন পার্লামেন্ট সদস্যরা। বিরোধী দলের এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। তবে ক্ষমতাসীন দলের দাবি, বিলটি পাস হলে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট-ন্যাটোর সঙ্গে যুক্ত হতে কার্যকরী ভূমিকা পালন করবে। এ ছাড়া এটি বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথকে সুগম করবে বলে ধারণা করছেন ক্ষমতাসীন দল।। পার্লামেন্ট অধিবেশন চলার সময়  জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিনারদজে আলোচনা করছিলেন। তখন হঠাৎই বিরোধী দলের এমপি আলেকো ইলিসাসভিলি তেড়ে এসে তাকে ঘুষি দিতে থাকেন। পার্লামেন্টে অধিবেশন চলাকালে হাতাহাতির এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে বিরোধী দলের ওই সংসদ সদস্যের কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে বাইরে উল্লাস করেন তার সমর্থকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন পার্লামেন্টে | ক্ষমতাসীনবিরোধী | দলের | এমপির | হাতাহাতি | কিলঘুষি