দেশজুড়ে

মন্দিরে আগুন ও গণপিটুনিতে নিহতের ঘটনায় ব্যাপক নিরাপত্তা

মন্দিরে আগুন ও গণপিটুনিতে নিহতের ঘটনায় ব্যাপক নিরাপত্তা
ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ স্থানীয়দের গণপিটুনিতে দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি মোতায়েনের পাশাপাশি ঢাকা থেকে অতিরিক্ত দেড়শ পুলিশ ঘটনাস্থলে সংযুক্ত করা হয়েছে। গেলো রাত থেকেই ঘটনাস্থলে পুলিশ, এপিবিএন, ডিবি, গোয়েন্দা সংস্থাসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে রেখেছে। নিহত শ্রমিকরা হলেন- মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। এদিকে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকেই পুরো এলকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। আতঙ্কে ও গ্রপ্তার এড়াতে এমনটি হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার গণমাধ্যমকে বলেন, সকাল থেকে এখানে বিজিবি মোতায়েনের জন্য চার প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। মধুখালী ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হবে। কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেয়া হবে না। গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় একটি মন্দিরে আগুন লাগার পর পাশের একটি বিদ্যালয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের গণপিটুনিতে দেয় এলাকাবাসী। পরে মুমূর্ষ অবস্থায় তাদের নির্মাণাধীন একটি স্কুল ভবনের কক্ষে হাত-পা বেঁধে মেঝেতে ফেলে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে সন্ধ্যার পর প্রথমে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও হামলা করে জিম্মি করে রাখা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন মন্দিরে | আগুন | ও | গণপিটুনিতে | নিহতের | ঘটনায় | ব্যাপক | নিরাপত্তা