ডাচ সেন্টার ব্যাক ম্যাথিয়াস ডি লিটকে দলে টানতে মোটা অঙ্কের অর্থ খরচ করছে বায়ার্ন মিউনিখ। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় এই তারকাকে দলে ভেড়াতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকা খরচ করছে জার্মান ক্লাবটি।
ইউরোপের প্রতিভাবান তরুণদের দলভুক্ত করার খ্যাতি আছে বায়ার্ন মিউনিখের। তবে এবার সাবেক আয়াক্স অধিনায়ক ডি লিটের জন্য বড় অঙ্কের অর্থ খসাতে কার্পণ্য করেনি ক্লাবটি।
জুভেন্টাস এবং ডি লিটের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে জার্মান চ্যাম্পিয়নদের। ২০১৯ সালে আয়াক্স থেকে নেদারল্যান্ডসের ডি লিটকে তুরিনে নিয়ে এসেছিল জুভেন্টাস। বর্ষীয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি, লিওনার্দো বনুচ্চিদের উত্তরসূরি ভাবা হচ্ছিল তাকে।