টলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। তবে বরাবরই নির্বিকার। বলছিলাম ওপারের জনপ্রিয় অভিনেত্র স্বস্তিকা মুখার্জির কথা।
শাড়ি বিতর্কের পরে এ বার ‘লাইন’ শব্দের আক্ষরিক অর্থ নিয়ে কথা বললেন স্বস্তিকা। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ‘লাইন’ শব্দের ব্যবহারিক প্রয়োগ নিয়ে লিখেছেন, “লাইন শব্দটার কি কোনও কপিরাইট হয়ে গিয়েছে? মুখ দিয়ে বেরোলেই লোকে বিচারপ্রবণ হয়ে ধেয়ে আসছে।”
কেন লোকজন ধেয়ে আসছেন? অভিনেত্রী আরও লিখেছেন, “ধরুন বললাম, তারাগুলো বেশ লাইন দিয়ে তাকিয়ে আছে বা তাল গাছের লাইন, তাতেও আমার গুষ্টির পিন্ডি এক করে রেখে দিচ্ছে।” তবে অভিনেত্রী জানিয়েছেন, শুধু তাঁর সঙ্গেই এমন ঘটনা ঘটছে তা নয়। অনেকেই ভুক্তভোগী।
আকছার শোনা যায়, ‘ফিল্ম লাইনে নেমেছে’। প্রচলিত শব্দবন্ধনীকে একহাত নিলেন স্বস্তিকা। “আমি তো ফিল্ম লাইনের। আর ফিল্ম লাইনে সবাই ‘নামে’। কাউকে কোনও দিন বলতে শুনেছেন যে ওমুক বা তমুক ফিল্ম লাইনে উঠেছে? আমার তো দু’দশক হয়ে গেল এই লাইনে। আর উঠতেও চাই না। নেমেই ঠিক আছি।”
বেশ কিছু দিন আগে শাড়ির আঁচল নিয়ে মমতাশঙ্করের বক্তব্য ঝড় তোলে টলিপাড়ার অন্দরে। সমাজমাধ্যমে প্রতিবাদমূলক পোস্ট করেন সাধারণ মানুষ। কিছু মানুষ তাঁর সমর্থনেও এগিয়ে আসেন। মমতাশঙ্করের মতে, নতুন প্রজন্মের মহিলারা শাড়ির আঁচল নামিয়ে পরেন। তাঁদের ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মহিলা বলে কটাক্ষ করেন অভিনেত্রী। সেই সময় তাঁর বিরুদ্ধে কড়া শব্দে মুখ খোলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
আবারও সেই প্রসঙ্গ তুলে স্বস্তিকা লিখেছেন, “কিন্তু লাইন শব্দটার কেবল একটাই অর্থ হতে পারে বা একটাই প্রসঙ্গে ব্যবহার করা যাবে— শুধু বুকের খাঁজ বা শাড়ির আঁচলে পুরো বিষয়টা সীমাবদ্ধ হয়ে গেলে খুব অসুবিধে হবে। তেড়ে আসার আগে পুরোটা পড়ে নেবেন, এই আর কী।”
এ সম্পর্কিত আরও পড়ুনলাইনে | নেমেই | ঠিক | আছি | স্বস্তিকা