বাংলাদেশ

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার আরাফাত ইসলাম আজ বুধবার (২৪ এপ্রিল) দায়িত্ব নিয়েছেন। র‍্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আরাফাত ইসলাম কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন। ১৮ এপ্রিল খন্দকার আল মঈন নিজ বাহিনী নৌবাহিনীতে বদলি হন। আরাফাত ইসলাম ১৯৯৫ সালে ৩৫তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালের ১ জুলাই তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রেষণে র‍্যাবে যোগদান করেন কমান্ডার আরাফাত ইসলাম। ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে চলতি বছরের ২৩ এপ্রিল পর্যন্ত র‍্যাব-১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন র‍্যাবের | নতুন | মুখপাত্র | কমান্ডার | আরাফাত